কোম্পানীগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে র্যালি ও সভা
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
০৯ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর সার্বিক সহযোগিতায় প্রশাসন হলরুমে দূর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টান্ডা স্যারের সভাপতিত্বে, উপজেলা শাখার সদস্য শিক্ষক নেতা জিয়াউর রহমান মিজান এর পরিচালনায়,প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূমি অফিসার পলাশ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাল আহমদ, কোম্পানীগন্জ থানার (ওসি তদন্ত) সুজন চন্দ্র।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক মোঃ মাসুক রানার স্বাগত বক্তব্যে সূচিত আলোচনা সভায় আরো বক্তব্য ও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুৃমার দে, সমবায় অফিসার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল খায়ের, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি দেলোয়ার হোসেন, আয়োজক কমিটির সদস্য বিনোদ কুমার দে,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন মিলন, জালালাবাদ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, ফটো সাংবাদিক ফখর উদ্দিন প্রমূখ।





