উত্তপ্ত সুনামগঞ্জ-২ আসন: নাসির-শিশির দ্বৈরথে ভোট উত্তাপ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ-২ আসনে জাতীয় নির্বাচনের ভোটযুদ্ধ শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের মধ্যে পারস্পরিক মন্তব্য এবং রাজনৈতিক দ্বৈরথে এলাকায় ভোট আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ বরাবরই হাইভোল্টেজ আসন হিসেবে পরিচিত। আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে নাসির উদ্দিন চৌধুরী চারবার এমপি ও দুইবার উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।
সোমবার রাতে নাসির উদ্দিন চৌধুরী মনোনয়নপ্রাপ্তির প্রসঙ্গে শিশির মনিরকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তোলপাড় সৃষ্টি করে। এরপর মঙ্গলবার শিশির মনির পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তায় নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়ে বলেন, “নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, তবে অপ্রীতিকর ঘটনা বা অশ্রদ্ধাজনক আচরণ যেন না ঘটে।”
স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক উত্তাপ এবং সামাজিক মাধ্যমে কথার দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে। দিরাইয়ের এক প্রবীণ জনপ্রতিনিধি বলেন, “মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে বিতর্কে না গিয়ে চলুন বর্তমান নির্বাচনের উত্তাপকে সৌহার্দ্যপূর্ণ রাখাই ভালো।”
নাসির উদ্দিন চৌধুরী বলেন, “পরিবেশ নষ্টের রাজনীতি আমি করি না। মানুষের ভালোবাসা সঙ্গে নিয়েই প্রচার চালাব।” শিশির মনিরও জানিয়েছেন, “নির্বাচনে উত্তাপ থাকবে, তবে তা মানুষের প্রত্যাশামূলক এবং সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত।”
দুই প্রার্থীর মধ্যে অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের দ্বন্দ্ব, দুই প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মিলন, স্থানীয়দের মধ্যে ভোট আগ্রহ আরও বৃদ্ধি করছে।





