গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি নির্দেশ অমান্য করে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ডৌবাড়ী গ্রামের মৃত সরাফত আলীর ছেলে মো. শাহজাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান ও গ্রামবাসী বাদী হয়ে মাতাব উদ্দিনসহ ২৪ জনকে বিবাদী করে গোয়াইনঘাট সিভিল জজ আদালতে একটি স্বত্ব মামলা (নম্বর ১৮৮/২৫ ইং) দায়ের করেছিলেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর আদালত বিবাদীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, নালিশা ভূমিতে বেড়িবাঁধ নির্মাণ করে পানি চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না এবং ভূমির আকার-আকৃতি পরিবর্তন করা যাবে না। কিন্তু বিবাদীরা এই আদেশ অমান্য করে বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শাহজাহান অভিযোগ করেছেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন কার্যক্রম না চালানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে প্রতিকার চেয়েও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গোয়াইনঘাট সিভিল জজ আদালতের বিচারক মো. মেহেদী হাসান সুমন জানিয়েছেন, বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন এবং বিবাদীদের নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। এছাড়া আদালত উল্লেখিত ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশও দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী মানবকণ্ঠকে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




