শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল-২০২৫’ সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।
শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টুনে উৎসবের প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে ইতোমধ্যেই চায়ের রাজ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।




