সুনামগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে হুমকি ও জমি দখলের অভিযোগে মায়ের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
সৎ ছেলের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কুয়েতফেরত এক নারী। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ওই নারী জানান, দীর্ঘদিন কুয়েতে থাকার পর তিন মাস আগে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইকবালনগর এলাকায় তাঁর নিজস্ব জমিতে থাকা বসতভিটায় মেরামতের কাজ শুরু করতে গেলে স্বামী সুহেল আহমদ, স্বামীর প্রথম পক্ষের ছেলে খোকন মিয়া এবং কেয়ারটেকার তাঁকে বাধা দেন। এ সময় তাঁকে জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ওই নারী জানান, গত ১০ ডিসেম্বর মেরামতের কাজ দেখতে গেলে স্বামী ও সৎ ছেলে তাঁকে অশালীন ভাষায় তিরস্কার করেন। পরে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি করেন তিনি। পরে তাঁর ভাতিজা তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।
এ ঘটনার পর তিনি নিরাপত্তার কথা বিবেচনা করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই নারী।
তিনি বলেন, নিজের মালিকানাধীন ৯৫ শতক জমির মধ্যে ৩০ শতক আগেই সৎ ছেলেকে দিয়েছেন। তবু আরও জমি দখলের চেষ্টা চলছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নিজের জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী এই নারী।




