গোয়াইনঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিকবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ ( ডিসেম্বর) গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এসময় আব্দুল হাকিম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি ওসমান গনি, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মোঃ এস এম শাহীন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন , ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, ৫নং পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তছলিম, ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন, ৭নং নন্দীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ১০নং পশ্চিম আলীরগাও গাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শুকুর, ১১নং মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুন নুর ও আব্দুল্লাহ উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আং রব প্রমুখ।




