ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর হয়েছে। রবিবার সকালে নতুন এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ভবন তৈরি কাজের শুভ সুচনা হয়। ভবনের পিলারে সিমেন্ট দিয়ে কাজের শুভ সুচনা করেন, ছাতক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও এসপিপিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ মোঃ শফিউর রহমান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আমীর আলী বাদশা, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেক মিয়া, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাস, সাবেক অভিভাবক সদস্য আফাজ উদ্দিন, গোলাম মোস্তফা, আবুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, স্থানীয় আব্দুর রশীদ, খায়ের উদ্দিন, সাবেক শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ, জুয়েল মিয়া, রুমেন মিয়া, সিনিয়র শিক্ষক তমাল পোদ্দার, আহসান হাবীব, একরাম উদ্দিন, আশীষ চৌধুরী, কাজল চন্দ্র দাস, সুমিত্রা নন্দী, সুমনা রানী দাস, আহসান উল্লাহ, মিজানুল হক, মাহমুদুল হাসান, মহসিন উদ্দিন, এসপিপিএম বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ দাস ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মাসুদ রানা উপস্থিত ছিলেন।




