কোম্পানীগঞ্জে ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপপরিদর্শক নাজমুল হক মামুনসহ থানা-পুলিশের একটি দল অংশ নেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ কার্যক্রম চলমান থাকবে।




