সিলেটে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
সিলেট মহানগরীর খাদিমনগর এলাকা থেকে বিশেষ অভিযানে নুরুল হাসান সোহাগ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্প এলাকা থেকে শাহপরাণ (রহ.) থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নুরুল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায়ের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নুরুল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।’




