সিলেটে আ’লীগ নেতা ছয়েফ খান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদন:
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
সিলেটে এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিকের দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে ছয়েফ খানকে ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়ার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।
এইদিন দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ১টি মামলা রয়েছে।
এক সময়ের স্হানীয় প্রভাশালী নেতা ছিলেন ছয়েফ খান, এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। জানান, ছয়েফ খানের বিরুদ্ধে শাহপরান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।





