বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বানিয়াচং প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
বাঙালি জাতির ইতিহাসে সর্বাধিক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এ ঐতিহাসিক দিনটি উপলক্ষে সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতেও ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে উপজেলার সকল সরকারি ও বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় বানিয়াচং বড় বাজারস্থ শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাহমুদা বেগম সাথী। এ উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড্ডয়ন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সাইফুল আলম সিদ্দিকী এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুপুর ১টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি বানিয়াচংবাসীর মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যকে আরও দৃঢ় ও সুসংহত করেছে।




