বিজয় দিবসে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭:৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মইনুল মুরসালীন রুহেল ও সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের নেতৃত্বে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় তারা বিজয়স্তম্ভে শহীদ স্মৃতি বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি দাঁড়িয়ে কিছু সময় নিরবতা পালন করেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি নাজমুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন, দৈনিক সমকালের প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ্,দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি মুরাদ হাসান।
পরে মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তা হিল রিসোর্টে সাংবাদিকদের উপস্থিতিতে এক গেটটুগেদার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উল্লেখ্যিত সাংবাদিকবৃন্দের পাশাপাশি গেটটুগেদার ও প্রীতিভোজে আরো অংশ নেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ,সদস্য তোফায়েল আহমেদ ও দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাজ উদ্দিন সাজু।





