সিলেটে এক দিনে দুই লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
সিলেটে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে তোফায়েল আহমদ (৪৬) নামের ওই ব্যক্তির মরদেহ বিমানবন্দর থানা পুলিশ ও ১২টার দিকে জিন্দাবাজার এলাকার পাঁচ পীরের মাজারের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিলেট নগরীতে এ দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তোফায়েল আহমদ নগরীর পীর মহল্লা এলাকার আব্দুল লতিফের ছেলে। অপরজনের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে দুইজনেই আত্মহত্যার চেষ্টা করেন। এক পর্যায়ে তোফায়েল আহমদকে বসত ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার ওসি শাহ মো. মোবাশ্বির বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের লাশটি ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’
অপরদিকে, বেলা ১২টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা ওই এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেটের কোতোয়ালি মডেল থানার ওসি মো. মঈনুল জাকির বলেন, ‘লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’




