জৈন্তাপুরে পর্যটকবাহী বাস হতে ভারতীয় চকলেট ও জিরাসহ একজন আটক
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চলাকালে ভারতীয় চকলেট ও খোলা জিরাসহ একজন চোরাকারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ৪০ মিনিটে জৈন্তাপুর থানার উপ -পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কিলো-৯ এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করছিলেন।
এ সময় পর্যটকবাহী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-২২৪২) তল্লাশি করা হলে গাড়ির বক্সে থাকা ১১টি ব্যাগ থেকে ভারতীয় ১০৭ প্যাকেট BENZO চকলেট (মূল্য ৮০,২৫০/- টাকা) এবং একটি সাদা বস্তায় থাকা ১০ কেজি খোলা জিরা (মূল্য ৫,০০০/- টাকা) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৮৫,২৫০ টাকা সমপরিমাণ ।
এ সময় পন্য পরিবহনকালে ঘটনাস্থল থেকে পটিয়া, চট্টগ্রামের বাসিন্দা মোঃ মনির (৬০), পিতা- মৃত সুলতান আহমেদকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।





