রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের দাফন সম্পন্ন
বানিয়াচং প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ণ
বানিয়াচং উপজেলার কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিনের (ময়না) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা যাত্রাপাশা দাঘু শেখের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথীর নেতৃত্বে একটি চৌকস দল এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। পরে আশকর উল্লাহ জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন (ময়না) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার টেকেরঘাট এলাকায় ৫নং সেক্টরের অধীনে সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর অসীম সাহসিকতা ও ত্যাগের কথা জানাজায় উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে জালাল উদ্দিন (ময়না)-এর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, চার পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যাত্রাপাশাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৪নং ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া প্রমুখ।
জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে বীর এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজাস্থল সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





