হবিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করে এবং শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষোভকারীরা লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা সুশান্তের বাসায় হামলা চালায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সুশান্তের কুশপত্তালিকা দাহ করে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ছাত্র-জনতার ব্যানারে কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলের অগ্রভাগে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদি হাসান। এছাড়াও মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় তারা হাদির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে।




