সুনামগঞ্জে পাঁচটি আসনেই এগিয়ে বিএনপি,পিছিয়ে নেই জামায়াতও
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি আসনে প্রতিদিনই নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিএনপি’র প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এ জেলার রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠেছে। জেলার হাওর এলাকার গ্রাম-হাট-বাজারসহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন ইস্যু। এ জেলায় বিএনপি ও জামায়াত এ মুহূর্তে প্রচারণায় এগিয়ে থাকলেও ইসলামপন্থি দলগুলোর প্রচারণা তুলনামূলকভাবে একেবারেই কম। এ ছাড়া নতুন করে ৮ দলীয় জোটের সমীকরণ এ জেলার দুই একটি আসনে জটিলতা তৈরি করেছে। জেলার এবার পাঁচটি আসনেই জামায়াতের প্রার্থীরা আগের তুলনায় সক্রিয়। অন্যদিকে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের স্বতন্ত্র লড়াই বিশেষ করে সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৪ আসনে নতুন সমীকরণ তৈরি করেছে। সুনামগঞ্জের ভোটাররা বলছেন, দু-একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের হিসাব জটিল হতে পারে। তবে তারা জানিয়েছেন, শিক্ষিত, মার্জিত এবং কর্মীবান্ধব নেতাদের মধ্য থেকেই তাদের মূল্যবান ভোট দিয়ে এবার এমপি নির্বাচিত করবেন।
সুনামগঞ্জ-১
এ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সম্পাদক আনিসুল হক। তিনি মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উজ্জীবিত। তিনি প্রতিদিন নির্বাচনী এলাকার হাট বাজারে ও গ্রামে গ্রামে উঠান বৈঠকসহ গণসংযোগ করছেন। এ প্রচারণায় তরুণ ও যুব ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অন্যদিকে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান পথসভা ও জনসংযোগ করছেন। এ আসনে ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের ডা. রফিকুল ইসলাম চৌধুরী, জমিয়তের মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সিপিবি’র চিত্তরঞ্জন তালুকদারের নাম শোনা গেলেও মাঠে তাদের তৎপরতা নেই।
সুনামগঞ্জ-২
এ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। তিনি অসুস্থ শরীর নিয়েই দলীয় নেকাকর্মীদের নিয়ে পথসভা ও সভা করছেন। নাসির চৌধুরী মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে একত্রিত রয়েছেন। তবে জামায়াতের প্রার্থী শিশির মনির ধারাবাহিক কর্মসূচির কারণে আলোচনায় এগিয়ে রয়েছেন। তিনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন। এ ছাড়া জমিয়তের মাওলানা শোয়াইব আহমদ মাঠে রয়েছেন।
সুনামগঞ্জ-৩
এ আসনে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দলীয় প্রার্থী হয়ে প্রচারণায় রয়েছেন। তবে বিএনপি’র মনোনয়ন না পেয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখানে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতের এড. ইয়াসীন খান, খেলাফত মজলিসের সাবেক এমপি এড. শাহীনুর পাশা চৌধুরী, ইসলামী আন্দোলনের মুফতি আব্দুল হাই, জমিয়তের মাওলানা হাম্মাদ গাজীনগরী এবং এবি পার্টিতে যোগদানকারী সৈয়দ তালহা প্রচারণা চালাচ্ছেন।
সুনামগঞ্জ-৪
এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন এড. নুরুল ইসলাম নুরুল। তিনি ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করায় বিএনপি’র ভোটব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। জামায়াতের এড. শামস উদ্দীন, গণঅধিকার পরিষদের সওগাত উছমানী চৌধুরী, জমিয়তের মাওলানা মখলিছুর রহমান ও ইসলামী আন্দোলনের মুফতি শহীদুল ইসলাম পলাশীও প্রচারণায় রয়েছেন।
সুনামগঞ্জ-৫
এ আসনে বিএনপি’র প্রার্থী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন টানা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জামায়াতের আব্দুস সালাম আল মাদানী, জমিয়তের প্রবাসী নেতা নুরুল হক এবং ইসলামী আন্দোলনের আলী আকবর সিদ্দিকীও মাঠে রয়েছেন। ফলে এ আসনেও বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।




