সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে : সালাহউদ্দিন আহমদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে, ফলে এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। এ রকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে… আমরাও জেনেছি সে ইন্টেলিজেন্স রিপোর্ট। কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? বলেও প্রশ্ন করেন তিনি। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, শুনেছি এক-দুই ঘণ্টা পরে তারা রেসপন্স করেছে। সেটা কেন বলেও প্রশ্ন করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে-বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড… এ রকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার। জাতি হিসেবে এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখপ্রকাশ করে সমাপ্ত করতে পারব না বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। এই মুহূর্তে সমাজের সেই দর্পণ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয়।
তিনি আরও বলেন, আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি। কিন্তু কেন হয়ে যাবে মবোক্রেসি? তাকে কেন লালন করতে দেওয়া হবে?
সালাহউদ্দিন আহমদ ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেন, তার প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্র শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। বিএনপি ব্যক্তিতান্ত্রিক বা দলতান্ত্রিক স্বৈরতন্ত্র উৎসাহিত করবে বলে মন্তব্য করেন তিনি।
এ সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।




