মৌলভীবাজারে র্যাব-৯ এর অভিযানে ৯টি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ণমৌলভীবাজারের
উপজেলায় র্যাব’র অভিযানে ৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি টহলরত দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত স্থাপনার পাশে ঝোঁপের মধ্যে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে আছে। খবর পেয়ে র্যাব শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে পাটের বস্তার মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার করে। উদ্ধারকৃত এয়ারগানগুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে এমন ধারণা করা হচ্ছে বলে জানান র্যাব -৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে র্যাবের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে ২৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক,২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ আরও ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।





