জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশি, ভারতীয় পণ্যসহ দুজন আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ২:০২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে কিলো–৯ এলাকায় ডিউটিরত অবস্থায় থানাসংলগ্ন তামাবিল মহাসড়কে শাহ আমানত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৪২৯৪) তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, তল্লাশির সময় বাসের ভেতর থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—কাবেরী মেহেদি ২৩০ প্যাকেট, সেসা তেল ৩৬ প্যাকেট, পোলো লজেন্স ২২ প্যাকেট, বেনজো চকলেট ৫০ প্যাকেট, ম্যাংগো সাবান ১২ প্যাকেট, নিভিয়া বডি লোশন ১০টি, ওরিও বিস্কুট ১০ প্যাকেট ও শনপাপড়ী ১০ প্যাকেট। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা তৈয়ব উদ্দিন (৪৫) ও ইসমাইল (৫৫) নামে দুজনকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও বিক্রির উদ্দেশ্যে বহনের অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।




