বাহুবলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবলে সুমন মিয়া সরকার (৩০) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের স্বর্নরেখ গ্রামে জনৈক আব্দুস সালামের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমন সরকার কুমিল্লা জেলার দ্বেবিদ্বার উপজেলার ইছবপুর গ্রামের তৈয়ব আলী সরকারের ছেলে।
বাহুবল মডেল থানার এসআই সাদ্দাম জানান, “লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। খবর তার পরিবারের লোকজন আসতেছেন।”
থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।




