জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারে হাজী মহসিন কমপ্লেক্সে অভিযান চালায়। এ সময় কমপ্লেক্সটির নিচতলার একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আব্দুল জব্বার (২৮), জিসান (২০) ও মারুফ আহমদ (২৬)। তাঁদের মধ্যে আব্দুল জব্বার ও জিসান জৈন্তাপুর উপজেলার বাসিন্দা এবং মারুফ আহমদ গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




