মাদক নির্মূলে দয়ারবাজার এলাকায় যুবসমাজের সভা
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ১:৩৬ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের বৃহত্তর দয়ার বাজার এলাকায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে স্থানীয় যুবসমাজ। এ লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) রাতে দয়ার বাজার পয়েন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
‘মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’—এই স্লোগান সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দয়ার বাজার ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রকিব। সভা পরিচালনা করেন যুবনেতা সুজন মাহমুদ এমরান ও দেলোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন এলাকার মুরব্বি আলী আহমদ ও ফখরুল ইসলাম, যুবনেতা রজন মিয়া, ব্যবসায়ী শফিকুল হক, বাবুল মিয়া, সাংবাদিক মো. মঈন উদ্দিন মিলন, শফিক আহমদ কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদকের কারণে এলাকার যুবসমাজ ঝুঁকির মুখে পড়ছে। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁরা মাদক কেনাবেচা ও সেবন বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় আইনগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সভায় বৃহত্তর দয়ার বাজার মাদকবিরোধী অভিযান যুবসমাজের আহ্বায়ক আবুল হোসেনের নেতৃত্বে রিয়াজ মিয়া, এমদাদুল হক মিলন, আলাউদ্দিন রিয়ান, হেলাল আহমদ, দিলোয়ার হোসেন, আমিন রশিদ ও শামসুজ্জামান রাজসহ উপস্থিত যুবকেরা মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রকিব বলেন, অতীতেও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। বর্তমানে আবারও মাদক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





