জৈন্তাপুরে সরকারি নির্দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নতুন সময়সূচি জারি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক শান্তি‑শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুতের লোডশেডিং কমানো, ছাত্র‑ছাত্রীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তি নিয়ন্ত্রণ ও সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সংক্রান্ত নতুন সময়সূচি জারি করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি সরকারি আদেশে সংশ্লিষ্ট সকলকে বিষয়টির আলোকে জনসাধারণকে অবহিত করতে বলা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খোলা‑বন্ধের নির্ধারিত সময়ে হোটেল‑রেস্তোরা, আবাসিক হোটেল, ঔষধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে।
সেই সাথে মিষ্টির দোকান, শাক‑সবজি ও মাছের বাজার প্রতিদিন রাত ১০:৩০ টা পর্যন্ত খোলা থাকতে পারবে। পাশাপাশি আদেশে আরো বলা হয়, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯:৩০ টা পর্যন্ত খোলা থাকতে পারবে।
আদেশে আরো উল্লেখ করা হয়, এই আদেশ সরকারি আদেশ বলে গণ্য হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সরকারি এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।





