সিলেট-৪ আসনে ভেদাভেদ ভুলে এক কাতারে বিএনপি
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছে গোয়াইনঘাট বিএনপি। নেতাকর্মীদের ঐক্য, উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয়ে পরিণত হয় এক মিলনমেলায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা সবাই ধানের শীষের খাদিম—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই মনোনয়ন কোনো ব্যক্তির একক নয়, এটি আমাদের সবার। আজ থেকে আমরা এক কাতারে, এক লক্ষ্যে—ধানের শীষের বিজয়ের লক্ষ্যে।”
তিনি আরও বলেন, বিএনপি একটি বিশাল পরিবার। মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, “আমাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর এই জনপদের উন্নয়ন বদলে দেওয়ার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ বিজয়ের এক বছরের মধ্যেই গোয়াইনঘাটের দৃশ্যমান উন্নয়ন বাস্তবায়ন করা হবে।”
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে বিএনপি আরও শক্তিশালীভাবে জেগে উঠবে এবং গণমানুষের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন,“দলের ঊর্ধ্বে কেউ নয়। দল যাকে মনোনয়ন দিয়েছে, আমরা সবাই তার পক্ষে। আজ আরিফুল হক চৌধুরীর হাত শক্ত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ।”তিনি বলেন, সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন প্রয়োজন ঘরে ঘরে গিয়ে জনগণকে সম্পৃক্ত করা।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





