ট্যালেন্ট আইডিয়াল একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়নের ট্যালেন্ট আইডিয়াল একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণির পর্যন্ত উন্নীত করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত উন্নীত করনের বিষয়টি অনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
ট্যালেন্ট আইডিয়াল একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি হেলাল আহমদ এর সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক মাওলানা শাহেদ আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রত্যাশা কিন্ডার গার্টেনের সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা,অঙ্গারজুর আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয় পরিচালক মুফতি মাওলানা আল আমিন,পরিচালক ও প্রত্যাশা কিন্ডারগার্টেনের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,প্রত্যাশা কিন্ডারগার্টেনের সদস্য হারুন আহমদ ও প্রত্যাশা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য ও আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ট্যালেন্ট আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক জসীমউদ্দীন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





