সিলেটে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজন আটক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
সিলেটে পৃথক অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেল আনুমানিক চারটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনির একটি মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাঁরা অনলাইনে জুয়া খেলছিলেন বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার মো. দেলোয়ার হোসেন (২৫) এবং সিলেটের টুকের বাজার এলাকার মো. আবুল হোসেন (২৮)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় একটি মামলা করা হয়েছে।
এরপর একই দিন রাত আনুমানিক ১২টার দিকে জালালাবাদ থানাধীন হায়দরপুর এলাকার জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে আরেকটি অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন সুফি মিয়া (৪০) ও জমির হোসেন (৩৮)। তাঁদের বিরুদ্ধেও অনলাইনে জুয়া খেলার অভিযোগে জালালাবাদ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় মামলা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।




