জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিককের মৃত্যু
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
সিলেট-তামাবিল মহাসড়কে জামাল মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৪শে ডিসেম্বর) সকালে ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার উপ- পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার সার্জেন্ট তারেক আহমেদ রৌদ্র। তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




