মৌলভীবাজারের চারটি আসনে মনোনয়ন সংগ্রহ ২০ প্রার্থীর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে চারটি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ২০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে ৭, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে ৫, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে ৪ এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা লোকমান আহমদ, স্বতন্ত্র বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, গণফ্রন্ট-১ মো: শরিফুল ইসলাম ও বিএনপির নাসির উদ্দিন আহমেদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে বিএনপির মো. শওকতুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র এম জিমিউর রহমান চৌধুরী, মো. ফজলুল খান, ও সমাজতান্ত্রিক দল সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে বিএনপির এম নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের, জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান ও খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, স্বতন্ত্র মো. মহসিন মিয়া মধু ও মুঈদ আশিক চিশতী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল বলেন, “তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশানা দিয়েছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।”




