বালাগঞ্জে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটায় দুই জনকে জরিমানা
বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রিফাতপুর এবং আয়না মার্কেট সংলগ্ন রহমতপুর এলাকায় অবৈধ ভাবে ফসলী জমির উর্বর অংশ কাটার অপরাধে মছব্বির আলি এবং মিনার উদ্দিন নামের দুইজনকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বালাগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর মহরম সহ সঙ্গীয় একটি ফোর্স সহযোগিতা করে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন জানান, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা অবৈধ উপায়ে উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি কেটে জমির উর্বরতা নষ্ট করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সরেজমিনে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এ দুই জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। কৃষি জমি রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন আরো বলেন, উর্বর ফসলী জমি কাটলে উৎপাদন কমে যায় এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, যদি কারো বসতভিটার প্রয়োজনে মাটির প্রয়োজন পড়ে তাহলে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে বৈধ পন্থায় তুলতে হবে।





