জৈন্তাপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) রাত ৩টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর হাই স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, হরিপুর বাজারস্থ মেসার্স পাঁচ ভাই এন্টারপ্রাইজের সামনে খালি জায়গায় দুই ব্যক্তি মাদক সহ অবস্থান করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ঘিরে ফেলেন এবং তল্লাশির একপর্যায়ে মো. বিলাল মিয়া (৩৮), পিতা মৃত বাচ্চু মিয়া, সাং- মনতৈল, থানা- জুড়ি, জেলা- মৌলভীবাজার এর কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল এবং কবির আহমদ (৩২), পিতা ছমির উদ্দিন, সাং- চান্দগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার এর কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্থানীয় জনতা দুইজনকে জৈন্তাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাস্হলে এসআই লিটন চন্দ্র ঘোষ উপস্থিত হয়ে আসামিদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করেন। পরে আসামিদ্বয়কে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। এ সময় তিনি স্থানীয় জনগণের এই সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন জনসচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।





