তাহিরপুর সীমান্তে ২৪টি ডেটনেটর উদ্ধার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
দেশকে অস্থিতিশীল ও সীমান্তে বড় ধরনের নাশকতার জন্য আনা হয়েছে ডেটনেটর (বোমা ফাটনোর যন্ত্র) এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি নামক এলাকা থেকে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানাযায়, দেশকে অস্থিতিশীল ও নাশকতার সৃষ্টির পরিকল্পনা অংশ হিসেবেই এধরনের বিস্ফোরক পদার্থ চোরাচালানের মাধ্যমে বাংলাদেেশ নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে বিজিবি, সীমান্তে কড়া পাহাড়া সহ যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান রোধে কঠোর নজরদারি রয়েছে ।




