প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানববন্ধন আনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টায় তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিনিধিদের অংশগ্রহনের মাধ্যমে তাহিরপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা কোনোদিনই সফল হয়নি হবেও না। ইতিহাস সাক্ষী কোন কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখা যায়নি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। যারা এ ধরনের ঘটনার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হয়েছে। বক্তারা আরও বলেন-পত্রিকা দুটি প্রকাশিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যারা কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের উদ্দেশে বলতে চাই আপনাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের থামিয়ে রাখা যাবে না। সাংবাদিকদের ধ্বংস করার চেষ্ঠা করে কেউ রক্ষা পায়নি বরং তারাই ধ্বংস হয়েছে।
এ সময় তাহিরপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সহ সুশীল সমাজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




