হবিগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে চেয়ারম্যানসহ গ্রেফতার ২
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবলে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্ট দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ১ নম্বর স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম (৪৯)। অপরজন হলেন উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন আহমেদ (৩৫)।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




