দিরাইয়ে প্রশাসনের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো বাজারের ফুটপাত
দিরাই প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাজার এলাকায় জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর শহরের থানা রোড, মধ্যবাজার ও আখড়া পয়েন্ট এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সনজীব সরকার। অভিযানকালে ফুটপাতের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকান, অবৈধ স্থাপনা ও মালামাল অপসারণ করে জব্দ করা হয়।
অভিযান চলাকালে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও প্রভাবশালী ও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ফুটপাতগুলো পুনরায় দখল হয়ে যাচ্ছিল। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনার ফলে পৌর শহরে নিয়মিত তীব্র যানজট সৃষ্টি হতো, যাতে সাধারণ মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। মাত্র দুই সপ্তাহ আগে একবার উচ্ছেদ করা হলেও পুনরায় দখল হওয়ায় আজ আবারও এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য সংরক্ষিত। কিছু অসাধু লোক অবৈধভাবে এটি দখল করে রাখায় নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। জনস্বার্থ রক্ষা ও শহরের শৃঙ্খলা ফেরাতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি প্রদান করে বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার এই প্রচেষ্টা নিয়মিত অব্যাহত থাকবে। যদি পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




