সিলেট-১ আসনে সিপিবি প্রার্থী অ্যাডভোকেট সুমনের মনোনয়নপত্র সংগ্রহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ সংসদীয় আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু এবং চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন জেলা নেতা ইব্রাহিম খলিল ও খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরীসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ দীর্ঘকাল চলতে পারে না। মেহনতি মানুষের মুক্তির লড়ায়ে কাস্তে মার্কার কোনো বিকল্প নেই।
সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আপনারা সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে ভোট দেবেন, কোনো প্রলোভন বা কথার ফাঁদে পা দেবেন না। মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার মূল ভিত্তি। যারা মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চায়, মুক্তিকামী জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। দেশের এই ক্রান্তিলগ্নে কোনো বিভেদ নয়, বরং একতাই হবে আমাদের বিজয়ের চাবিকাঠি।
সিলেট-১ আসনে ‘কাস্তে’ প্রতীকের লড়াইয়ে জয়ী হতে তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।




