পাথর কান্ডে বরখাস্তকৃত কোম্পানীগঞ্জের জীবন মেম্বার আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ২:০৮ পূর্বাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটকাণ্ডে জড়িত থাকার তালিকায় নাম থাকা পশ্চিম ইসলামপুর ইউপি সদস্য (মেম্বার) দেলোয়ার হোসেন জীবন ওরফে জীবন মেম্বার সদ্য বরখাস্তকৃত (সরকারীভাবে) অবশেষে ডেবিল হান্ট ফেইস -২ অভিযানে গ্রেফতার করা হয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কতৃক।
২৭ শে ডিসেম্বর (শনিবার) রাত সাড়ে সাতটায় কাঁঠালবাড়ীস্হ নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা হেফাজতে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন চলমান ডেবিল হান্ট ফেইস -২ অভিযানের আওতায় এনে তাকে আজ গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে পাথরকান্ডে দুদক তালিকার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। কাল তাকে কোটে চালান দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য পাথর ও বালু কান্ডে জড়িত থাকার অপরাধে চলতি বছরের প্রথমার্ধে স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১) শাখা থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়।
উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (স্মারক নম্বর ১৯-৯৬৮) দেলোয়ার হোসেন জীবন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তাছাড়া পাথর কান্ডে দুদকের তালিকা থেকে তার সহোদরসহ জড়িত নয় মর্মে গণস্বাক্ষর শীটে স্বাক্ষর নেয়া নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সদরস্হ এক ভ্যান্ডার ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডায় উল্টো মামলা দায়েরেও জীবন মেম্বার ও তার সহোদর বেশ আলোচিত হন।





