জৈন্তাপুরে মোবাইল কোর্টে জরিমানা সহ কঠোর নির্দেশনা, প্রশাসনের তৎপরতা বৃদ্ধি
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ২:১১ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া শংকরঘাট এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা এলোমেলোভাবে পালাতে শুরু করে।
অভিযানকালে একজনকে মাটি বা বালুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলেও অবহেলাপূর্ণভাবে কাজ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শ্রমিকদের সঠিকভাবে পরিচালনা না করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
পাশাপাশি ধুলাবালির দাপট ঠেকাতে ক্রাশার মেশিন মালিকদের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এছাড়াও একই দিন দুপুর ৩ টায় উপজেলার আরেকটি এলাকায় পাথর চুরির অভিযোগে অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় তাৎক্ষণিক উদ্দেশ্য ব্যাহত হয়। পরে একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
এ দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এদিন অভিযানে সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যরাও অংশ নেন।





