সিলেটে হাদি হত্যার বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেট নগরীতে শুরু হয়েছে সর্বাত্মক অবরোধ। রোববার (২৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ২টা থেকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
অবরোধ শুরুর পরপরই চৌহাট্টা এলাকা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
কর্মসূচিতে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মূল শ্যুটারকে গ্রেফতার করা হয়নি, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করছে। তারা জানান, সহযোগী নয়, মূল শ্যুটারকে গ্রেফতার করতে হবে।
এছাড়া বিক্ষোভকারীরা ৩ দিনের মধ্যে চার্জশিট প্রদান করে বিচারিক কার্যক্রম শুরুর জোর দাবি জানান। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর ও বিস্তৃত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, শহিদ শরিফ ওসমান হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক অবরোধসহ ধারাবাহিক আন্দোলন চলবে।





