শায়েস্তাগঞ্জে বিদেশী সিগারেটসহ ২জন চোরাকারবারি গ্রেফতার
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯৪ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ ২জন চোরাকারবারি গ্রেফতার হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পারনিখলা গ্রামের মোশারফ হোসেন (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আকিতারা গ্রামের মো: তানভির আহমদ শামীম (৪২)।
র্যাব জানায়, এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে, সিলেট হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী গাড়িতে করে কতিপয় ব্যক্তি আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট নিয়ে আসছে। ওই সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা এলাকায় সিলেট-ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট কার্যμম পরিচালনা করে গাড়িটি থামায়। এ সময় গাড়িটি থামিয়ে ২ জন কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, গাড়ির ভিতর আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট রয়েছে। তাৎক্ষণিক গাড়িটি তল্লাশী করে খাকী রঙের ৩টি কার্টুন ও ১টি ট্রলি ব্যাগে ভর্তি ৯৪ হাজার শলাকা সিগারেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




