নবীগঞ্জে ডেভিল ধরতে গিয়ে জুলাই যোদ্ধার কবলে পুলিশ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার পল্লীতে রবিবার রাতে এক ডেভিল’কে ধরতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। ডেভিলের ভাই মোবাশ্বির নিজেকে জুলাই যোদ্ধা দাবী করে পুলিশ সদস্যদের এক ঘন্টা আটক রাখার ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। ডেভিল জাফর মিয়ার আপন ভাই জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তাদেরকে আটক করে বলে স্থানীয়রা জানিয়েছেন । পরে ওসি (তদন্ত) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধৃত জাফরকে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ ঘটনাটি অস্বীকার করে বলেছেন, কিছু ফেসবুক ভিউ ব্যবসায়ী তাদের ভিউ বাড়ানোর জন্য গুজবটি ছড়িয়ে দিয়েছে, আটকের ঘটনাটি সঠিক নয়।।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বিরাম মিয়ার ছেলে স্থানীয় বাজারের টেইলার্স ব্যবসায়ী এবং ওয়ার্ড আওয়ামী কৃষক লীগের সাধারন সম্পাদক জাফর মিয়াকে রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় নবীগঞ্জ থানার এসআই কৌশিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। এ সময় ধৃত জাফর মিয়ার ভাই মোফাশ্বির মিয়া জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে আটককৃত জাফর ডেভিল নয় দাবী করে তাকেসহ পুলিশকে আটক করে রাখে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়ার নেতৃত্বে একদল অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় আওয়ামীলীগের কর্মী জাফরকে ডেভিল হান্ট-ফেইস -২ এর অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি তাৎক্ষনিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে জুলাই যোদ্ধা ও নবীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের সাথে মোবাশ্বির মিয়া নামে কোন জুলাই যুদ্ধা ছিলেন না। তাকে আমরা চিনি না।
নবীগঞ্জ থানার ওসি মোঃ মোনায়েম মিয়া বলেন, আটকের ঘটনাটি সঠিক নয়। কিছু ফেসবুক ভিউ ব্যবসায়ী তাদের ভিউ বাড়ানোর জন্য গুজবটি ছড়িয়ে দিয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে সে ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক। পুলিশ তাকে ডেভিল হিসাবে আটক করেছে।




