সিলেট-২ আসনে ছেলেসহ তাহমিনা রুশদীর লুনার মনোনয়নপত্র দাখিল
ওসমানীনগর সিলেট প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্ণব।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা ছেলের একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে একই দিন বিকাল ২টায় উৎসবমুখর পরিবেশে ওসমানীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহসিনা রুশদীর লুনা এবং বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ডামি মনোনয়নপত্র জমা দেন।
মা ও ছেলের একসঙ্গে মনোনয়ন দাখিলকে ঘিরে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ সময় দুই উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, যা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন দাখিলের মাধ্যমে নির্বাচনী মাঠে ভিন্নমাত্রা যুক্ত হয়েছে। অনেকেই মনে করছেন, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর জনপ্রিয়তা, তাঁর পরিবারের প্রতি মানুষের আবেগ ও আস্থা—সব মিলিয়ে বিএনপির প্রার্থী একটি শক্ত অবস্থানে রয়েছেন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন, গ্রেপ্তার-হয়রানির পরও যারা মাঠে ছিলেন, এবার তাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ বিএনপির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও মনে করছেন তারা।





