বিএনপির সাথে জোট করায় জগন্নাথপুরে জমিয়ত নেতার পদত্যাগ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম যাওয়ায় রাগে ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফজল আহমদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে পৌর সদরের ডাক বাংলা রোডে মিডিয়া অফিসে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষনা দেন। তিনি বলেন প্রিয় দেশ সহ উপজেলা বাসী, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ইসলামী দলগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের হওয়া সম্ভবনা ছিল। আমি আশা করেছিলাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার চিরচেনা পথে চলবে। কিন্তু একটি অইসলামী দলের সাথে নির্বাচনী সমঝোতা হওয়ায় আমি মর্মাহত। যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা অঙ্কুরেই বিনষ্ট হইল।
তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন সভাপতি সহ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি হিসেবে দুই বার দায়িত্বপালন করেছি। সাবেক সহ সভাপতি বর্তমানে আমি উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতির দায়িত্ব পালন করতেছি।
তিনি বলেন, দুঃখের সাথে বলতে হয় আমার কেন্দ্রিয় দায়িত্বশীল যেভাবে বিএনপি সহ অন্যদলের সাথে নির্বাচনী সমঝোতা করেছেন। এই জোট করায় আমি মর্মাহত হয়েছি। জমিয়তে উলামায়ে ইসলামের মত ইসলামী দলে আমার মতে এই দলের সাথে জোট করা ঠিক হয় নাই। আমার চিন্তা ধারা হল সমস্ত ইসলামী দল মিলে জোট করা প্রয়োজন। এতে আমার অন্তর আক্রান্ত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম কেন ইসলামী দল গুলো ছেড়ে অইসলামী দলের সাথে জোট করলো। এই কারনে আমি জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য পদ ও সহ-সভাপতির পদ সকল পদ থেকে পদত্যাগ করলাম। ভাইয়েরা আমার জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীল এবং যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বন্ধুহগন আপনারা আমার জন্য দোয়া করবেন। এই জোটের কারনে দল কলংকিত হয়েছে। আমার চিন্তাধারা মতে এই কলংকিত দলের সাথে আমি থাকতে চাই না। আমি আমার দায়িত্বশীলদের প্রতি শ্রদ্ধাশীল। শেষ পর্যায়ে আমি আজ দুঃখের দিন বাংলাদেশর একজন আপোষহীন নেতীর মৃত্যতে আমি দু:খ প্রকাশ করছি ও দোয়া করতেছি। যারা জমিয়তে উলামায়ে ইসলামের জন্য কাজ করেছেন সকলের প্রতি দোয়া রইলো। সকলের প্রতি অনুরোধ বুজে শুনে কাজ করেন। বর্তমান সময় ছিল সমস্ত ইসলামী দল মিলে একটি জোট গঠন করে বাতিলের মোকাবেলা সংসদে করা।




