দিরাইয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
দিরাই প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়ন ও চরনারচর ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও চরনারচর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বৈষ্ণব।
পুলিশ জানায়-মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে রাজানগর বাজার থেকে ও বিকাশ চন্দ্র বৈষ্ণবকে শ্যামারচর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দিরাই থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, অপারেশন ডেভিল হান্ট এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হবে।




