সিলেটে জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড়ের একটি জঙ্গল থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার একটি নার্সারির পাশের জঙ্গলে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব-৯-এর বিভিন্ন অভিযানে ৩২টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গুলিসহ ২৭টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।





