মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আটজন প্রার্থী শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাজি মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা বিএনপি নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রার্থী প্রীতম দাশ, বিএনপি নেতা জালাল আহমেদ জিপু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসান এবং মুঈদ আশিক চিশতি।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
সোমবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে মৌলভীবাজার-৪ আসনে মোট নয়জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রæয়ারি ২০২৬ ইং তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




