জকিগঞ্জের বীরশ্রীতে মানবিক উদ্যোগে ঘর পেলেন বৃদ্ধা টরই বিবি
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের অসহায় ও দুঃস্থ বৃদ্ধা টরই বিবির জীবনে নেমে এলো স্বস্তির আলো। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার মাথা গোঁজার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন অনলাইন মিডিয়া ‘KC RT Live’–এর মাধ্যমে সংবাদকর্মী কয়েছ আহমদ চৌধুরী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে টরই বিবির জন্য নির্মিত নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তার হাতে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক লিমন তালুকদার, প্রবাসী কমিউনিটি নেতা জাহেদ ফারহান, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়সর, আব্দুল জলিল মেম্বার, প্রবাসী ইমরান আহমদ, নুরুল আমিন লিমন, সুলাইমান চৌধুরী ও তাওহিদুর রহমান তানিম।
ঘর পেয়ে টরই বিবি সবার সামনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং যাদের সহযোগিতায় এই ঘর পেয়েছেন সংবাদকর্মী কয়েছ আহমদ চৌধুরীসহ সকল দানশীল মানুষের জন্য দোয়া করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন।”
এ সময় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য কয়েছ আহমদ চৌধুরী বলেন, “অনলাইনে দেওয়া আমার আহ্বানে সাড়া দিয়ে রেজাউল করিম চৌধুরী ফাউন্ডেশনসহ আরও কয়েকজন মানবিক মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের সম্মিলিত সহায়তায় আজ একজন অসহায় বৃদ্ধার নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলেন, জরাজীর্ণ ঘর থেকে নিরাপদ বাসস্থানে পৌঁছানো টরই বিবির এই গল্প শুধু একটি ঘর পাওয়ার নয় এটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।





