বিশ্বনাথ সেরা হাফেজ’ তাহমিদ হোসাইন নাহিয়ান
বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ণ
সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৌর শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘সেরা হাফেজ’ হওয়ার গৌরব অর্জন করেছেন হাফিজ তাহমিদ হোসাইন নাহিয়ান। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাওলানা নেছার আহমদের পুত্র।
অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথনিউজ২৪ডটকম’-এর উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান আকর্ষণ ছিল বিজয়ীদের মাঝে বিশাল অংকের নগদ অর্থ ও পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের আব্দুর নূরের পুত্র হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের সাইফুল আলমের পুত্র হাফিজ আহমদ জামী। তিন ধাপের কঠোর বাছাই প্রক্রিয়া শেষে মোট ৯ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে (গ্র্যান্ড ফিনালে) লড়াই করেন। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী হাফিজ তাহমিদ হোসাইন নাহিয়ানকে নগদ ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী হাফিজ আহমদ জামীকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সকল প্রতিযোগীকে বিশেষ উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা ফারুক মাহদীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী মাকরাম আলী আফরোজ, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি ও আমিনুর রহমান আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিচারকদের পক্ষে হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ এবং প্রথম স্থান অধিকারীর পিতা মাওলানা নেছার আহমদ। প্রতিযোগিতা চলাকালীন অনুষ্ঠান পরিদর্শন করেন ও বিজয়ীদের শুভেচ্ছা জানান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, যুক্তরাজ্য মহানগর জমিয়াতে ইসলামের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরণের আয়োজন পবিত্র কুরআন হিফজ করার ক্ষেত্রে বিশ্বনাথের তরুণ হাফেজদের আরও অনুপ্রাণিত করবে। তারা আয়োজক কর্তৃপক্ষ ও প্রবাসীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।





