বানিয়াচংয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তার ১
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত মেজর সাদমান সাকিব সাদ-এর নেতৃত্বে ০৬ বীর (বানিয়াচং উপজেলা পরিষদস্থ ০৬ বীর আর্মি ক্যাম্প) থেকে একটি অভিযানিক দল বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।
অভিযান চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন,১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০ নং আসামি এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাধব দেব (৫০) কে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাপাশা মহল্লার মধু দেবের পুত্র। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই আমিনুলের কাছে হস্তান্তর করা হয় বলে জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




