মাধবপুর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র দেব( ৬০)গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এসআই সাহানুরের নেতৃত্বে একদল পুলিশ কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদ জানান,তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।




